রাষ্ট্রধর্ম ইসলাম:ম্যাকেভেলিদের জয় এবং ৭১’র আদর্শিক মৃত্যু

শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী ১৯৬৯ কিংবা ১৯৭০ এ ‘পূর্বদেশ’ এ পূর্ব পাকিস্থানের নাম ‘বাঙলাদেশ’ প্রস্তাব করেন। যদি তিঁনি জানতেন ২০১৬ খ্রীষ্টাব্দে এসে তাঁর স্বপ্নের রাষ্ট্রটি বাঙলাস্থান এ পরিণত হওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছে তাহলে তাঁর অনুভূতি কেমন হতো তা আজ আমার খুব জানতে ইচ্ছা করে। জানতে ইচ্ছা করে ক্র্যাক প্লাটুনের রুমি, বদি, জুয়েল, আজাদসহ [...]