মুক্তি চাই (অনন্ত স্মরণে)
লিখেছেন: বক-শালিক মুক্তি চাই মুক্তি, মুক্তি, মুক্তি। জীবনপথের সকল গ্লানির সকল ক্লেদাক্ত জড়তার সকল সংকীর্ণতা থেকে মুক্তি চাই। সকল বিষাক্ত নি:শ্বাস থেকে, কুৎসিত-কলুষিত মগজের পশ্চাৎপদ-নষ্টামো-ভণ্ডামো মানসিকতার, রাজনীতির নামে বর্বর-অসভ্য নেতা-নেত্রী থেকে, মধ্যযুগীয় মানসিকতার সকল বুদ্ধিজীবীদের থেকে সকল অশুভ, অসুন্দর থেকে মুক্তি চাই। কিন্তু মুক্তি আর মিলে না, শুধু জীবন ক্ষয়ে-ক্ষয়ে বয়ে যায়, চিন্তার মহাকাশে ভেসে [...]