সংখ্যালঘুর মানচিত্র (৮)
গত ২১ জুন দৈনিক ‘প্রথম আলো’তে প্রকাশিত একটি খবর হল-- ‘এনি ওয়ান বাট ইংল্যান্ড’—ইংল্যান্ড বাদে আর যে কেউ। এ কথার অর্থ যাই হোক, স্কটল্যান্ড পুলিশের দৃষ্টিতে তা সাম্প্রদায়িকতা। স্কটল্যান্ডের এইচএমভি চেইন স্টোরের মুখপাত্রের দাবি, ‘স্কটল্যান্ডের ফুটবলভক্তরা চাইছে ইংল্যান্ড বাদে আর যে কেউ এবারের বিশ্বকাপ জিতুক। তাই আমরা আমাদের টি-শার্টে ও জানালায় এই কথা লিখেছিলাম। এতে [...]