যে ভাবে প্রেম ভাবে
আমি তো আগেই বলেছি তোমার উজ্জ্বল গোলাপ ঠোঁটের মতো এ শহরের কিছুই অক্ষত থাকবে না; থাকবে না প্যালেস্টাইন ইসরাইয়েল প্রেম ও ঘৃণার আস্ফালন। থাকবে না শীতে কাঁপতে থাকা এই আমার উদোম বাহুতে আশ্চর্য সবুজ লবণ স্পর্শ। এসব তো আমি আগেই জানতাম যেদিন তোমাকে আকাশের মতো ধীরে ধীরে দূরে সরে যেতে দেখেছি । কিংবা হয়তো তারও [...]