গ্যালাকটিক আলোয় আমরা
সাইকোহিস্ট্রি ||গ্যালাকটিক আলোয় আমরা এখন রাত দুটো। পদ্মামেঘনার সঙ্গমস্থল থেকে মেঘনার দিকে ছুটে চলেছি। গুমগুম শব্দ। যাওয়ার পথে দ্বীপের মতো মনে হলো চাদপুরকে। টিম টিম আলো জ্বলছে। এ জায়গায় কংক্রিটের সৈকত দেখেছিলাম এবং অপর পাড়কে মনে হয়েছিল উপকথার জগৎ আর আয়োনীয়দের স্বপ্নের ঠিকানা। এরই মাঝখান দিয়ে অন্ধকার চিড়ে এগিয়ে যাচ্ছি আরো সামনে, কোনো এক ঠিকানার [...]