আন্তর্জাতিক নারী দিবসঃ নারীরা সব পারে -২
এর আগের পর্বে নারীর যোগ্যতা ও সাফল্যের মহিমাকীর্তন করেছিলাম। এই পর্বে নারীর যোগ্যতা ও সাফল্যের অন্য এক দিকের উপর আলোকপাত করব। মার্কিন কথ্য ভাষায় “BAD” এর এক নতুন মানের চলন ইদানিং দেখা যায় । যে সব কাজ সচরাচর আমরা বাঁকা চোখে দেখি সেটা করাও যে একরকম কৃতিত্বের ব্যাপার এই “BAD” এর নতুন মানে তারই ইঙ্গিত [...]