যুক্তি, বিশ্বাস, অভিমত ও অনুভূতি

দৈনন্দিন জীবনে বিভিন্ন আলাপ আলোচনা ও বিতর্কে আমরা যুক্তি, বিশ্বাস, অভিমত ও অনুভূতির উদাহরণ দেখতে পাই। কিন্তু দেখা যায় অনেকেই এগুলোকে গুলিয়ে ফেলেন ও ব্যক্তিগত মত বা বিশ্বাসকে যুক্তি বলে ভাবেন বা চালাতে চেষ্টা করেন। আবার অনেকে অনুভূতিকে যুক্তির পরিপন্থী বলে মনে করেন। কিন্তু এর কোনটাই ঠিক নয়। এই ধারণগুলি নিয়েই একটু সতর্কতা ও যত্ন [...]