হুমায়ুন আহমেদের ‘জিয়ে পাকিস্তান’ বিভ্রান্তির গুরুতর অভিযোগ নিয়ে দুটি কথা
চলে গেছেন হুমায়ুন, শেষ হয়ে গেছে সমকালীন বাংলা সাহিত্যের এক যুগ, যে যুগ আর কোনদিন হয়ত ফিরে আসবে না। রবীন্দ্রনাথের পাশে সাহিত্য সমালোচনার মারপ্যাঁচে তার হয়ত ঠাই হবে না, তবে পাঠকের হৃদয়ে তাঁর চিরস্থায়ী আসন নেবার মত তূল্য আর কেউ সহসা আসবেন এমন ভরসা পাই না। আমার এই লেখার উদ্দেশ্যে আসলে ভক্ত পাঠকের শোক প্রকাশ [...]