তোমাকে অনেক দিন একটা চিঠি লেখবো বলে ভাবছি। আজ লিখছি।

এই সেই মুক্ত-মনা ওয়েব পেজ, যা আমাকে আলোর দিশা দেখিয়েছে। অন্ধকার ও কুসংস্কার থেকে করেছে মুক্ত। আমি কখনো তোমার কথা ভুলিব না। আমি কৃতজ্ঞ তোমার কাছে। মুক্ত-মনার সুদীর্ঘ কণ্টকময় পথে নিজেকে সামিল করে গর্বিত, মুক্ত-মনার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত ও সৌভাগ্যবান মনে করছি। মুক্ত-মনার মডারেটর, সম্পাদক মন্ডলী, পাঠকবৃন্দ সহ সকল লেখক ও লেখিকাদের আমার প্রাণের অন্তঃস্থল থেকে জানাই আশীর্বাদ ও শুভেচ্ছা। জানি না মুক্ত-মনা আমাকে মনে রাখবে কিনা, নিশ্চয় সবুজ মনে রাখবে মুক্ত-মনাকে। কিন্তু যতদিন এ দেহে প্রাণ আছে, ততদিন মুক্ত-মনা রবে নিঃশ্বাস হয়ে। বিশেষ ধন্যবাদঃ আকাশ মালিক দাদাকে, অনন্ত বিজয় দাকে, অভিজিৎ দাকে ও নাম না জানা অনেক পাঠককে ও।
ইতি
সবুজ বড়ুয়া।