লিখেছেন: বকশালিক

আজ অনন্ত বিজয় দাশের ষষ্ঠ মৃত্যু দিবস। ২০১৫ সালের এদিনে প্রিয় এই বন্ধুকে হত্যা করা হয়। তাকে প্রাণের গভীর স্পন্দন থেকে স্মরণ করি।

 

 

 

 

 

 

আমরা যখন সক্রেটিসের কথা বলি
অকুতোভয় হাইপেশিয়াকে নিয়ে উচ্ছসিত হই
জিওর্দানো ব্রুনোর আত্মত্যাগের গল্পে আলোড়িত হই
অথবা যখন অ্যালান টুরিং আমাদের বিদ্রোহী করে তোলে
‘অনন্ত বিজয়’ তখন মূর্তমান হয়
সকল পূর্বসুরীর নির্যাস হয়ে-
এ যেন অনন্তের মধ্যে অনন্ত বহমান।

ছোট্ট একটা জীবন পেয়েছিল অনন্ত,
হত্যা করা হয় তাঁকে মাত্র ৩৩ বছর বয়সে
অসীম সম্ভাবনা নিয়ে যার জন্ম হয়েছিল
কিন্তু যে নষ্ট-ভ্রষ্ট সময়ে সে এসেছিল
পৃথিবীর মানচিত্রের এক ক্ষুদ্র অন্ধকূপে
সেটা তারজন্য জ্ঞানের চারণভূমি ছিল না
ছিল ঘন-কালো তমসাকীর্ণ অমানিষা
অথচ হতে পারত ভিন্ন কোনো ইতিহাস।

‘অনন্ত বিজয়’ নশ্বর জীবন
ক্ষণিকের হলেও তার মননের ব্যাপ্তি সর্বত্রস্থিত।
অনন্ত এ সময়ে জন্ম নিলেও
চিন্তা-চেতনায় বেঁচেছিল
অন্য এক সম্ভাবনার ভবিষ্যতে।