বেশ কিছুদিন ধরে মুক্তমনার অনেক সদস্যই মুক্তমনায় ঢুকতে পারছিলেন না বলে অভিযোগ করছিলেন। আমরা অবশেষে আমাদের সাইটকে পুরোপুরিভাবে নতুন সার্ভারে নিয়ে গিয়েছি। এর ফলে কেবল সদস্যদের মুক্তমনায় প্রবেশের পথই সহজ হবে না, সেই সাথে সাইটের গতিময়তাও বৃদ্ধি পাবে।
তবে সার্ভারের এই স্থানান্তর খুব সময় সাপেক্ষ এবং দীর্ঘমেয়াদী ব্যাপার হওয়ায়, বেশ কিছুদিন ধরে সদস্যদের নানা অসুবিধা পোহাতে হয়েছে। এই অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এছাড়া ডেটাবেস স্থানান্তরের মাঝখানে সদস্যদের কিছু মন্তব্য এসেছিলো যা নতুন সার্ভারে অনুপস্থিত। সদস্যদের পুনরায় সে মন্তব্যগুলো প্রকাশ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আশা করছি নতুন সার্ভারে মুক্তমনাদের মিথস্ক্রিয়া আরো সুন্দর হয়ে উঠবে। নানামুখি প্রবন্ধের সমারোহে আর প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে মুক্তমনা। সার্ভারে কোন ফীচার ঠিকমত কাজ না করলে, কিংবা কোন সাময়িক অসুবিধা বোধ করে থাকলে সরাসরি মডারেটরদের জানাতে অনুরোধ করা হচ্ছে।
“মন্তব্যের জবাব দিন” – অপশনটি কাজ করছে না। আমি ক্রোম ব্যবহার করি।
স্পিড অনেক বেড়েছে। এটা আমার জন্য আনন্দের বিষয়। আগে মুক্তমনার কোন পেইজ লোড নিতে অনেক সময় নিত এখন আর এমন হচ্ছে না।
মন্তব্য বক্স এ অনেক ফিচার কি বাদ দেয়া হয়েছে?
উদ্ধৃতি, লিংক, লাইন বোল্ড করা সহ আরও কিছু বিষয় দেখতে পাচ্ছিনা। 🙁
মুক্তমনায় যে স্টিকি গুলো দেয়া হয় প্রথম পাতায় সেগুলো ছোট করে দেয়া যায় না আয়তনে?। স্টিকি গুলো অনেকদিন থাকে শুধু হেডলাইন দিলেই ত হয় মনে হয়। এতে করে বেশিও দেয়া যায় আবার সুন্দরও লাগে। এতবর স্টিকি ক্লিক করলে প্রথমে শুধু সেটাই দেখা যায়।
সাধারণ ইউজারদের কাছেও “10 comment awaiting moderation” আইকন দেখা যায়, যদিও লিঙ্কে গেলে “এই পৃষ্ঠায় অনুপ্রবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি আপনার নেই।” বলে। এটা না দেখা গেলেই বেশি ভাল হয়।
@ তামান্না ঝুমু ,
সবকিছুই তো ঠিক আছে মনে হয়, স্পিডও বেড়েছে যথেষ্ট।
মন্তব্যের ঘর বা টেক্সট বক্সের নীচেই তো সবুজ রঙের টেক্সট বক্সে লেখা আছে-
আর এর নীচেই আছে- অভ্র, ফোনেটিক, ইউনিজয়, বিজয়, প্রভাত এবং ইংরেজীর বাটনগুলো। যেমন নীচের ছবিতে দেখুন-
[img]http://i1088.photobucket.com/albums/i332/malik1956/untitled-5.jpg[/img]
খানিক স্পিডিই মনে হচ্ছে!
https://blog.mukto-mona.com/sending-articles/ এই পেজে ৪০৪ নট ফাউন্ড প্রদর্শন করছে
Not Found (404)
The requested URL https://blog.mukto-mona.com/sending-articles/ was not found on this server.
@ডাইস,
banga_blog এর জায়গায় bangla_blog (বাংলা আণ্ডারস্কোর ব্লগ) লিখতে হবে।
দেখুন এখানে।
@মুক্তমনা এডমিন, ধন্যবাদ
স্পিড আগের চেয়ে বেডেছে নিঃসন্দেহে…ধন্যবাদ মুক্তমনা টিম
নতুন সার্ভারে, টেক্সট বক্সের উপরে টুলবারে বাংলা কি-বোর্ডগুলো যেমন অভ্র, বিজয় ইত্যাদির ঘর দেখা যাচ্ছেনা। কিবোর্ডগুলো যোগ করা যাবে কি?
@তামান্না ঝুমু,
অভ্র, ফোনেটিক, ইউনিজয়, বিজয়, প্রভাত এবং ইংরেজীর বাটনগুলো আছে তো। তবে সেগুলো উপরে নয় নীচে।
অভ্রের ডাউন লোডের সবুজ সারিটার নীচেই। আপনার কম্পিউটারে কি সেগুলো আসছে না?
@মুক্তমনা এডমিন,
আমি দেখছিনা। আমি আসলে কোনো সবুজ সারিই দেখতে পাচ্ছিনা। আগে যেমন পৃষ্ঠার উপরে ছিল এখন কি পৃষ্ঠার নীচে আছে? আমি উপরে এবং নীচে চেক করেছি। খুঁজে পাইনি।
আমি পাঠক হিসাবে মুক্তমনার স্পীড অনুভব করছি| ধন্যবাদ
আমার কম্পিউটারে মুক্তমনার RSS Feed কাজ করছে না। দয়া করে একটু দেখবেন। মুক্তমনার নতুন পোস্ট দেখার ক্ষেত্রে খুবি অসুবিধা হচ্ছে।
@আধ্যাত্মিক,
ধন্যবাদ। ফীড ঠিক করে দেয়া হয়েছে।
যাক এতদিনে ঠিক হলো।
আনন্দের শেষ নেই। যদিও পত্রিকার একটা খবরে খানিক আঁতকে উঠেছি।
মুক্তমনা এডমিনকে অসংখ্য অভিনন্দন! (F) (F)
@কাজি মামুন,
স্পিড আগের তুলনায় ভালো মনে হচ্ছে? আমার মনে হচ্ছে স্পিড অনেক বেড়েছে,তবে সবার ফিডব্যাক পেলে ভালো হয়। গত ১ মাস সাইটে ঢুকতে আপনার অনেক ঝামেলা হয়েছে বলে দু:খিত,সার্ভার বদল বেশ ঝামেলার একটা প্রসেস বলে বেশ দেরি হয়ে গেলো সমস্যা ঠিক করতে।
@রামগড়ুড়ের ছানা,
কি বলব ভাইয়া, মুক্তমনা তো উড়ছে! মুক্তমনাকে ফিরে পাওয়ার জন্য আমি ব্রডব্যান্ডের পরিবর্তে ওয়াইম্যাক্স নিয়েছি, কিবোর্ড বদলেছি, পুরো কম্পিউটার সেটআপ দিয়েছি; এখন তার সাথে যুক্ত হয়েছে মুক্তমনার নতুন সার্ভারের অবিশ্বাস্য গতি (শব্দচয়ন পার্ফেক্ট হল কিনা জানি না; তবে আমার কাছে অবিশ্বাস্যই মনে হচ্ছে গত এক মাসের অভিজ্ঞতা বিবেচনায়)।
আমাদের একটি গতিময় দুর্দান্ত প্লাটফরম উপহার দেয়ার জন্য আপনারা যেভাবে সময় ও শ্রম দিয়েছেন, তার জন্য জানাই অশেষ কৃতজ্ঞতা!
ভাল থাকবেন, ভাইয়া!
@রামগড়ুড়ের ছানা,
প্রতিটা পেইজ লোড হবার আগে ফ্লিকার হচ্ছে। এটা কি ইউআই এর কারণে?
খুব শঙ্কার মাঝে কেটেছে দিন……।
ভয়ে-ভয়ে ছিলাম,
না জানি কোন খবর?
আদালতের নিষেধাজ্ঞায় পড়ল কিনা!
অবশেষে সব কিছুর হল অবসান,
মুক্তমনা মুক্ত হল,………।।
মোর সব শঙ্কা ফুরাল।
সব দুর্গতি দূর হল,
মুক্তমনা আরো গতিশীল হল।
@শামিম মিঠু,
কবি, এতটা উতলা হবেন না। ভোটের রাজনীতি অনেক রকম যাদু জানে; কে জানে, সেই যাদুমন্ত্রের গুনে আমরাও আক্রান্ত হতে পারি।
ভাল কথা, রাজনদার সাথে কি আপনার যোগাযোগ আছে?
@স্বপন মাঝি, কবি??? কবিতো উতালা হবেই, কবি মানে তো উতালা হাওয়া বাতাসের সুরে আনমনে গীতিকবিতা গান গেয়ে যাওয়া; “উতলা হবেন না” এ কথাটি শুধু আপনি একা বলেননি, চিশতী সাহেবও আমাকে বলেছেন এবং বলেছেন, “দৃঢ় হতে……”। কিন্তু কিছুই তো হতে পারলাম না! স্বদেশে ছিলাম প্রেমিক, বিদেশে হলাম আমি শ্রমিক। কবিতা না লেখে কবি উপাধিতে ভূষিত হয়েছিলাম কোন সে কবে! হুমায়ুন আজাদের কথাটা প্রায়শঃ মনে পড়ে, “বাংলাদেশে কবির সংখ্যা আর কাকের সংখ্যার সমান!” বাঙ্গালার সে কাক হয়ে কা-কা- করে বেশী দিন থাকতে পারিনি বরং পেয়েছি “তারছিঁড়া, পাগল” খেতাব!
কত সময় কেটেছে রাজনদাকে নিয়ে, সে অনেক দিন হল,রাজনদার সাথে নেই কোন যোগাযোগ!!
@শামিম মিঠু,
আপনার ইমেইলে লগ ইন তথ্য পাঠান হয়েছে। পেয়েছেন কিনা দেখুন।
যাক বাবা ! মুক্ত মনা তাহলে ওকে !
@মহসিনা খাতুন,
আপনার বা আমাদের উপর আজ আঘাত আসেনি বলে যে আগামীকাল আসবে না, তা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। সাধু সাবধান!
ভাবলাম আবার সরকার টরকার ঠেকিয়ে দিল কিনা। তেমন ভয় নেই তো। আগের সেই মূক্ত ভাব ধারায় মূক্তমনা চলতে পারবেতো!
ই-বার্তায় প্রবেশ করলেই লগ আউট হয়ে যাচ্ছে। আশা করি এই সমস্যাও থাকবে না।
লগ ইন করেও ই-বার্তায় প্রবেশ করতে পারছিনা, প্রতিবারই বলা হচ্ছেঃ এ পাতায় প্রবেশের অনুমতি নেই, লোগ ইন করুন; তো করার পরও সেই কথা।
@স্বপন মাঝি,আমি এখনই পরীক্ষা করে দেখলাম ঠিকই আছে। আরেকবার চেষ্টা করে জানান : http://blog.mukto-mona.com/?page_id=18408।
@রামগড়ুড়ের ছানা,
হে যাদুকর, আপনাকে অভিনন্দন। আজ অনায়সে প্রবেশ করতে পেরেছি, সকল প্রশংসা আপনার বা আপনাদের প্রাপ্য।
সার্ভার তো নতুন হল। গতিও বাড়ল।
কিন্তু মুক্তমনা থাকবে তো? আদালত অনুভুতি রক্ষার দায়িত্ব নিয়েছে।
পাকিস্তানের পথে চলছে স্বাদেশ।
@মুরশেদ,
যথার্থ বলেছেন। রাষ্ট্রও এগিয়ে এসেছে, ধর্ম ও রাজনীতির কড়কড়ে বাণিজ্যে এ এক নতুন মাত্রা। আমরা হা-পিত্যেস করেই কি মরে যাবো?
@মুরশেদ, @মুরশেদ,
বলেন কি ভাইজান? বাংলাদেশ তো গত সরকারের আমলেই পাকিস্তানের মানসিক অংশ হয়ে গেছে আর এই মহান পবিত্র সরকার যারা স্বাধীনতা যুদ্ধের সমর্থক ( নাকি মাফিয়া? ) তারা তো রীতিমত রাজাকার বাহিনী কেও হার মানাল। কেউ ভুলে ভাববেন না যে আদালত বলে কোন স্বতন্ত্র বিভাগ বাংলাদেশে আছে। আদালত আসলে আমাদের সরকারের সেই বিভাগ যা ,”সাপও মরল লাঠিও ভাংলো না” এই নীতিতে জনগন কে বাঁশ দিয়ে থাকে।
সামনে সবাই ইনশাল্লাহ দেখব যে কিছু রাজাকার কে বিচারের নামে নাম মাত্র সাজা দিয়ে আওয়ামিলীগ নতুন জোট করেছে,যার অন্যতম শরিক হল জামাই(জামাত) ইসলাম ।
দলটার নাম বদল করে আওয়ামি ইসলামী লীগ রাখার প্রস্তাব করছি।আমিন।