অন্তহীন প্রত্যাশায়
রাতভর জেগে থাকা,
আহত পাখিকে নিয়েছিলে তুলে
ব্যগ্র উদার বুকে
দূর বনে একা
অপেক্ষা করেনা কেউ
মগ্ন জীবনে
নিঃসঙ্গ কয়েদীর মত।
কাউকে দেখে
চমকে উঠিনা
কোনো নির্জন বাস স্টপে
কতোদিন মনে হয়
চিনি তাকে।
বিলুপ্তির পথে
মুছে গেছে বিব্রত মুখ
মেঘ মেদূর অপরাহ্নে,
আবার হয়তো
ফিরিয়ে নেবে
অলৌ্কিক ইচ্ছায়।
অলৌকিক ইচ্ছে গুলি হারিয়ে যায় লৌকিক চাওয়া পাওয়ার টানাপোড়নে। ভালো লাগে যখন কবিতা এসে মনের গভীরে হানা দেয়, জাগিয়ে তুলে মৃতপ্রায় অলৌকিক ইচ্ছে গুলিকে।
কবিকে ধন্যবাদ (F)
@অরণ্য,
আপনার মন্তব্য আমাকে আরো অনূপ্রানিত করে দিল। আপনাকেও তাই ধন্যবাদ। সুন্দর ফুলের সুগন্ধটা উপভোগ করলাম।
কবিতা পড়ে মজা পেয়েছি। ভালো থাকুন (F)
@কাজী রহমান,
ধন্যবাদ আপনাকেও।
@আফরোজা আলম,
রতনে রতন চেনে, কবিরা কবিতার প্রচুর আলোচনা সমালোচনা করেছেন, আমি আর সে দিকে না যাই।
অঃ টঃ- বহুদিন কথা হয়নি, কেমন আছো? আশা করি পরিবারের সবাই ভাল আছেন, সুস্থ আছেন। অনেক পূর্বে বোধ হয় ই-বার্তায় একটা মেইল পাঠিয়েছিলে, আজ আমার নজরে পড়লো, স্যরি উত্তর দিতে পারিনি। ই-বার্তা সেকশনটায় পরিবর্তন আসার পরে কেন জানি ওখানে সুবিধা পাইনা, তাই আর বহুদিন চেক করিনি।
@আকাশ মালিক,
তবু আপনি পড়েছেন আমি তাতেই খুশি।
অঃট= আপনাকে ইতিমধ্যে মেইল এ জানিয়েছি সব।
কবিতাটিতে একধরনের নস্টালজিয়া কাজ করছে। একটা কবিতার কাজ হচ্ছে আমাদের আবেগকে ক্রস করে চেতনাকে নাড়িয়ে দেওয়া, এই কবিতাটি সেই কাজটি করতে পেরেছে বলে আমার মনে হয়। ধন্যবাদ কবিতাটি এখানে শেয়ার করার জন্যে।
@মোজাফফর হোসেন,
অনেক ধন্যবাদ আমার লেখাটা পড়ার জন্য।
অনেকদিন পর আফরোজার কবিতা পড়লাম।
বিষাদপূর্ণ কবিতা—তবুও ভাল লাগলো।
@আবুল কাশেম,
আমার লেখাগুলোই বিষাদমাখা । কি করা-ইচ্ছে থাকলেও বিষাদ এসে পড়ে।
আপনার ভালোলাগা আমার চলার পথের পাথেয়।
আপু,
আপনার কবিতাটি ভাল লেগেছে। পুরো কবিতা জুড়েই নিঃসঙ্গতার হাহাকার ছড়িয়ে দিয়েছেন! একাকীত্বের করাল গ্রাস ‘চমকে উঠার ক্ষমতাকেও’ যেন লোপ করে দেয়! অচেনা মানুষকেও ‘কতোদিনের চেনা’ মনে হয়! আপনার নীচের পঙতিতে তাই অন্তর্ভেদী নিঃসঙ্গতার ছবি দেখতে পাওয়া যায়:
আরেকটা কথা, অনেককেই দেখলাম ‘অলৌকিক’ শব্দটি নিয়ে ধন্দে পড়ে গেছেন। তবে কবিতা হচ্ছে ‘গভীরতম অনুভূতি’; নিঃসঙ্গতার চোরাবালিতে ডুবতে থাকা বিক্ষিপ্ত মন জেনেশুনেই অনেক সময় ‘অলৌকিক ইচ্ছাকে ‘ আশ্রয় করতে চায়! একে কি রোধ করা সম্ভব?
@কাজি মামুন,
আপনার সুন্দর মন্তব্য আমাকে অনূপ্রানিত ও অভিভূত করেছে। এমন পাঠক পেলে আরো লেখা লিখতে ইচ্ছে জাগে। আপনি কবিতা’টির গভীর থেকে গভীরতম স্থানে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। এই জন্য আপনি
কৃতিত্বের দাবিদারও বটে।
আপনাকে তাই – (F)
বেশী জোশ।
@সাইফুল ইসলাম,
ধন্যবাদ।
@আফরোজা আলম
‘মেঘ মেদুর অপরাহ্ন’ অনন্য সাধারন যুগল বদ্ধ শব্দ, মেঘাচ্ছন্ন স্নিগ্ধ বিকেল তা তো প্রায়শঃ দেখা হয়, সেটা বিমূর্ত হলো কি করে? তবে শেষটা ভালো লেগেছে। ভালো থাকুন।
@আহমেদ সায়েম,
প্রথমেই আপনাকে ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য।
বিমূর্ত লিখেছি অন্যকারনে। প্রশ্নকারকের অন্য কথার জবাবে।
‘ন’ হবে।
পুরোটাই বিষাদমাখা ।
ধন্যবাদ। (Y)
@অথৈ সমুদ্র,
ধন্যবাদ। ঠিক করে নিচ্ছি।
অলৌকিক???!!!!
@মাহমুদ মিটুল,
ধন্যবাদ। হাঁ-
অলৌকিক???!!!!
@মাহমুদ মিটুল,
অলৌকিক মানে কবিতায় হয়ত লৌকিক নয় বা অপার্থিব অথবা অদেখা কোন জগতকে বুঝাতে নয়। এখানে বৈষয়িক বিষয়ের উর্ধ্বে কোন ইচ্ছাকে বুঝিয়েছেন।
@গীতা দাস, আপনার সিরিয়াস মন্তব্যের জন্য আমার সিরিয়াস অভিবাদন নিবেন। ” আবার হয়তো ফিরিয়ে নেবে অলৌকিক ইচ্ছায়…”। এখানে যে ইচ্ছার কথা বলা হয়েছে তা অলৌকিকতায় মোড়া এবং আমি জানি তা মানবিক আবেগের তুরীয় মাদকতাকে বোঝানো হয়েছে। কিন্তু সমস্য থেকেই যায়, কেননা শব্দের অর্থ কবিতাতে বিশেষ ব্যঞ্জনাপূর্ণ এবং তা কবিতার অর্থ পরিবর্তন করে দিতে পারে…যাহোক, আপনার ব্যাখ্যার জন্য ধন্যবাদ।
শুভকামনা
@গীতা দাস,
গীতা’দি ,অনেকদিন আপনার লেখা থেকে বঞ্চিত। কবে লেখা দেবেন সেই আশায় আছি।
যাক,এ সপ্তাহটা শুধু কবিতা আর গল্পে “মুক্তমনা” মাতোয়ারা হওয়াতে মনটা অনেক বেশী ঝরঝরে,সতেজ,তাজা হয়েছে।দারুন ভাল্লাগতাছে।
বাহ,মিলনের একি প্রশান্তি……(F) (D)
পরেই আবার একি বিরহের একাকিত্র্ব । :-s
অ,টঃ অনেকদিন পর আবার লেখার মাধ্যমে দেখা পেয়ে ভাল লাগছে।আর কয়দিন আগে একটি এস,এম,এস পাঠিয়েছিলাম তার কোন উত্তর আসে নি।
ভাল থাকুন।
আচ্ছা, “অলৌকিক ইচ্ছা” বলতে এখানে কি বুঝিয়েছেন ? আর যার বিলুপ্তি বা শেষ হয়ে গেছে তা আবার কি অলৌকিকভাবে ফেরত আসে? :-s
@মাহবুব সাঈদ মামুন,
লেখা ভালো লাগার জন্য ধন্যবাদ। কবিতা এক এক লাইন হয় বিমূর্ত্তার প্রতীক।
অঃট- আমি কিছু দিন ঢাকার বাইরে ছিলাম। তবে আপনার এস,এম, এস এর জবাব আমি সর্বদাই দিয়ে থাকি।
এই ক্ষেত্রে হয়তো ভুল হয়ে গেছে। আমি নিশ্চয় যোগাযোগ রাখবো।