বড় ব্যাঙ্গা যে ভটাশ হোল
তার পরেতে সময় হোল;
চালাক বাবা সময় পেল,
ধম্মবাজের ওহ ফুর্তি হল।

সহজ মানুষ মাঠে পেল
মাথা মূড়ে বাস খেয়ে নিলো;
আল্লা গডটিকে চাপ্পে দিলো;
ভীতু মানুষ যে নূয়ে গেলো।

সময় তো না জন্মেইছিলো
শক্তি ভরই ব্যাপার ছিলো;
সময় ব্যাটা কোথায় পেলো?
টিকটিক ঠিক ভাঁওতা হল।

 

=============== (বিজ্ঞানী স্টিফেন হকিং-অভিবাদন) ==================
//মহাবিশ্বের শুরুতে সময় স্থির ছিলো***সৃষ্টিটা আপনা থেকেই শুরু; ঈশ্বর ব্যপারটা অপ্রয়োজনীয়//

……… মৌলিক লেখা এইটা ……………… আরো মজা করে সবাই লিখলো এইটা ……
======================== ===========================
বড় ব্যাঙ্গা ভটাশ হোল ……………………… মহা ব্যাঙ্গা ভটাশ হোল
তারপরেতেই সময় হোল; …………………… তারপরেতেই সময় হোল;
চালাক বাবা সময় পেল, ……………………. ফটকা বাজের জন্ম হলো
ধম্মবাজের ওহ ফুর্তি হল। …………………… হদ্দবোকায় ভরে গোলো!

সহজ মানুষ মাঠে পেল ……………………… নিয়ম নীতির ভড়ং এলো
মাথা মূড়ে খেয়ে নিলো; …………………….. অনঘ মানুষ কতল হোল
আল্লা গডটি চাপ্পে দিলো; ……………………. ঈশ্বর মিয়াঁ পোক্ত হোল
ভীতু মানুষ নূয়ে গেলো। ……………………. নবী সকল চান্সটা নিল।

সময় যদি থেমেই গেল ……………………… সময় তো না জন্মেছিলো
গোঁড়ায় গলদ হয়ে গেল, ……………………. শক্তি ভরই ব্যাপার ছিলো;
সৃষ্টির কর্তা বৃথা হোল, ……………………… সময় ব্যাটা কোথায় পেলো?
সময় বিনে কিইবা হোল? ……………………. টিকটিক ঠিক ভাঁওতা হল।
=======================================================
=======================================================
টেকি সাফি, সাইফ জুয়েল, কেশব অধিকারী ও রাজেশ তালুকদার আপনাদের দারুণ মন্তব্যগুলো/পংতিগুলো
ডানদিকে, সাথে কিছু কেরামতি করে বসিয়ে দিলাম। এডিট খোলা থাকবে। আপনাদের ধন্যবাদ।
=======================================================