দৈনিক সমকাল পত্রিকার ১৩-০২-২০১০ তারিখের বিজ্ঞান-পাতা ‘কালস্রোত’-এ বিবর্তনবাদের উপর একগুচ্ছ লেখা। আর লিখিয়েরা সবাই মুক্তমনা !
(ছবিতে ক্লিক করে বড় করে দেখুন)
অভিনন্দন মুক্তমনাদেরকে, বিজ্ঞানের আলোয় আমাদেরকে রাঙানোর প্রয়াসে।
[ছবিটা আপলোডে লার্জ অপশনে দিলে গোটা মুক্তমনা গিলে ফেলে। আর মিডিয়ামে দিয়ে বর্তমান আকার ধরে। সন্তোষজনক আকার দেয়ার তরিকা আমার জানা নেই। মুক্তমনা এডমিন যদি তা যথাযোগ্য আকারে সাজিয়ে দেয় তো খুশি হবো। তাহলে পাঠকদের জন্যেও দেখাটা সুবিধাজনক হবে বলে মনে হয়।
মুক্তমনা দর্শনের সাথে এই পোস্ট খাপ না খেলে মুছে দেয়ার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন বলে স্বীকার করছি। ধন্যবাদ সবাইকে।]
প্রাসঙ্গিক পোস্ট:
পাতাটা অনেক সুন্দর হয়েছে।আমি পুরো পাতাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নোটিশ বোর্ডে টাঙ্গিেয় দিয়েছি।
@ প্রিয় আব্দুর রাজ্জাক,
আপনার সাথে দেখা করার আশা রাখি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স এণ্ড টেকনোলোজি বিভাগে আছি, আপনার ডিপার্টমেণ্টের ধারেই।
মেইল দিতে পারেন [email protected]
চমৎকার কাজ করছেন রণদা। অনেক ধন্যবাদ। রায়হান তো হাজার চেষ্টা করেও কোনমতে স্ক্যান করতে পারল না।
ধন্যবাদ দাদা, চিন্তা করছি আমাদের সময়(এইটা কি পত্রিকা নাকি নাঈমুল ইসলামের ব্যক্তিগত ডায়েরী প্রায়ই বুঝতে পারি না) বাদ দিয়া সমকাল রাখা শুরু করব।
:laugh:
সেইদিন মাত্র রণদীপম দার কথা কমেন্টে লিখলাম!!! আপনার দুই মেগা পিক্সেল দেখি বিখ্যাত হয়া যাইতেসে!!! সেলিব্রেটি ক্যমেরা!!! 😀
আরেহ!! অভিনন্দন মুক্তমনাদের!
নিশ্চয়ই রণদা ড়ক্কড়ে। আমার কাছের স্ক্যানারটা ছোট, এই ছোটটা দিয়া ক্যামনে বিশাল পাতা স্ক্যান করবো সেটা ভাবতে ভাবতেই খাবি খাচ্ছি গতদুইদিন। আপনারে বিশাল ধন্যবাদ এই যাত্রা উদ্ধারের জন্য।
@রায়হান আবীর,
রায়হান, আমারটা হচ্ছে হাতুড়ে চিকিৎসা ! আকার দেখায়, আকৃতি না !
অনেক ধন্যবাদ রণদীপমদা। কাজের কাজ করলেন একটা। রায়হান আর মুহম্মদেরা স্ক্যান করার অনেক চেষ্টা করেও বিফল হয়ছিলো। আপনি উদ্ধার করলেন এ যাত্রা। ছোট ছবিটার সাথে বড় ছবিটা লিঙ্ক করে দেয়ার চেষ্টা করছি, দেখি হয় কিনা।
@অভিজিৎ,
কৃতজ্ঞতা জানাচ্ছি অভিজিৎ দা।
তবে রায়হানরা যদি কোন ভালো ক্যামেরা দিয়ে এই পাতাটার ক্লিয়ার একটা স্ন্যাপ নিয়ে দিয়ে দেয়, তাহলেও হয়তো ছবি বড় করে লেখাগুলো পড়া যেতো। দুই-মেগাপিক্সেলের অনেক সীমাবদ্ধতা আছে না !
প্রতিটা পোস্টের ভিন্ন ভিন্ন স্ন্যাপ নেয়া আছে, যদিও ছবির মান কোনভাবেই মানসম্পন্ন নয়, প্রয়োজন হলে তাও দেয়া যেতে পারে।
তবে পোস্টের ছবিটা বড় করে দেয়া গেলেই সবচাইতে ভালো হয়। কিন্তু আমি ‘বছবি’ !