দৈনিক সমকাল পত্রিকার ১৩-০২-২০১০ তারিখের বিজ্ঞান-পাতা ‘কালস্রোত’-এ বিবর্তনবাদের উপর একগুচ্ছ লেখা। আর লিখিয়েরা সবাই মুক্তমনা !

14022010_samokal_photo1_ranadipam_basu

(ছবিতে ক্লিক করে বড় করে দেখুন)

অভিনন্দন মুক্তমনাদেরকে, বিজ্ঞানের আলোয় আমাদেরকে রাঙানোর প্রয়াসে।

[ছবিটা আপলোডে লার্জ অপশনে দিলে গোটা মুক্তমনা গিলে ফেলে। আর মিডিয়ামে দিয়ে বর্তমান আকার ধরে। সন্তোষজনক আকার দেয়ার তরিকা আমার জানা নেই। মুক্তমনা এডমিন যদি তা যথাযোগ্য আকারে সাজিয়ে দেয় তো খুশি হবো। তাহলে পাঠকদের জন্যেও দেখাটা সুবিধাজনক হবে বলে মনে হয়।

মুক্তমনা দর্শনের সাথে এই পোস্ট খাপ না খেলে মুছে দেয়ার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন বলে স্বীকার করছি। ধন্যবাদ সবাইকে।]

প্রাসঙ্গিক পোস্ট:

দৈনিক সমকালের পাতায় ডারউইন দিবস এবং মুক্তমনা লেখকেরা