দৈনিক সমকাল আজ (শনিবার ১৩ই ফেব্রুয়ারী, ২০১০) ডারউইন দিবস উপলক্ষে বিশেষ পাতার আয়োজন করেছে। পত্রিকাটির কালস্রোত বিভাগে ডারউইন এবং তার যুগান্তকারী তত্ত্বের উপর অনেক লেখা স্থান পেয়েছে। আনন্দের বিষয় হল যে, সেই পাতার লেখকদের মধ্যে প্রায় সবাই মুক্তমনা ব্লগের সাথে সংযুক্ত। আসিফ, বন্যা আহমেদ, অভিজিৎ রায়, খান মুহম্মদ (শিক্ষানবিস), রায়হান আবীর সহ অনেক মুক্তমনা ব্লগারের লেখাই পাতাটিকে প্রাণবন্ত করে তুলেছে। এ ছাড়া আছে সম্প্রতি সিলেট যুক্তিবাদী কাউন্সিল থেকে প্রকাশিত যুক্তি পত্রিকার রিভিউ। নীচের লিঙ্ক থেকে দৈনিক সমকালের ফীচার পাতাতে যাওয়া যাবে-
দৈনিক সমকালের (কাল স্রোত) পাতায় ডারউইন দিবস
মুক্তমনার পক্ষ থেকে কালস্রোতের সম্পাদক আসিফ এবং সেই সাথে এই উদ্যোগের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানানো হচ্ছে। এ সংক্রান্ত আরো খবর এখানে।
“দৈনিক সমকালের (কাল স্রোত) পাতায় ডারউইন দিবস” লিংকে গিয়ে পাতাটা পেলাম না।
আবার স্ক্যান করা পাতাটাও তো পড়তে পারলাম না।
এ বছর (২০১১) ডারউইন দিবস কি পালন হবে? সে বিষয়ে মুক্তমনা কী ধরনের পদক্ষেপ নিয়েছে?
আজকে লক্ষ্য করলাম আমাদের পথিকের লেন্সকির পরীক্ষা সংক্রান্ত লেখাটি দৈনিক সমকাল ছাপিয়েছে। ডারউইন দিবসের ধারাবাহিকতাতেই এ লেখাগুলো কালস্রোতে প্রকাশিত হচ্ছে। দৈকিক সমকালে লেখাটি পড়া যাবে এখানে।
পথিককে অভিনন্দন।
পরবর্তীতে প্রথম আলো’তে পাঠানো হোক। ধন্যবাদ।
[…] […]
বাহ এটা তো খুব ভাল উদ্যোগ হয়েছে। কোন প্রথমসারির দৈনিকে ডারউইন দিবসকে এভাবে ফিচার করতে বোধ হয় আগে দেখা যায়নি।
আর আদিল মাহমুদের সাথে সহমত। অন্য অন্য কাগজগুলোতেও ছাপানোর ব্যাবস্থা করার দিকে ভবিষ্যতে আপনারা নজর দিতে পারেন।
এ জাতীয় লেখাগুলি প্রথম আলোয় পাঠানো যায় না?
সমকালে ছাপা হওয়া নিঃসন্দেহে খুব ভাল খবর। তবে ধীরে ধীরে অন্য কাগজগুলোতেও ছাপানোর ব্যাবস্থা করা গেলে ভাল হয়।
হ্যা, স্ক্যান করে দিয়ে দাও ব্লগে। ভাল হবে।
পাতাটা স্ক্যান করে দেওয়ার চেষ্টা করবো আজকেই। দেখতে বড়ই সুন্দর্য হইছে।
@রায়হান আবীর,
হ্যা স্ক্যান করার ব্যবস্থা কর আজকেই। দেখতে আসলেই খুব সুন্দর হইছে। লেখাগুলার উপর ভয়ানক ভাবে ছুরি-কাচি চালানো হলও এখন আর দুঃখ হইতেছে না। বেশ কনক্রিট হইছে পাতাটা, যদিও লেখার ভেতরের কয়েকটা লাইনে অসঙ্গতি রয়ে গেছে, সেটা বড় কোন সমস্যা না।
@শিক্ষানবিস,
চেষ্টা ব্যর্থ হইলো 🙁