শত শত পানির ফোয়ারা-
অবিরত করছে শুধু খেলা,
সাদা সাদা রাজহাঁস গুলো-
ঘুরে ঘুরে ভাসে এলোমেলো ।

দূরে ঐ সবুজ পাহাড়ে-
ফুলে ফুলে গ্যাছে সব ভরে-
গাছের শ্যামল ছায়াতে,
প্রেমিকারা বিছানা পেতেছে।

ওদের দেখলে মনে হয়-
সরগের অপ্সরীরা ধরায়,
শুয়ে আছে আলিঙ্গনে-
ঠোঁটে ঠোঁট মগ্ন আলাপনে।

দেবশিশু গুলো আশেপাশে
অধরা সরগীয় পরিবেশে।

রিমঝিম ঝরণার তান-
মনে তোলে প্রশান্তির গান।
মনে হয় সবকিছু ভূলে-
শুয়ে থাকি ওরি উপকূলে।

ঘুরে ঘুরে দেখা হল লেক-
রঙ্গিন পাখির পালক,
তারি মাঝে আরট আধুনিক-
লেকে ভাসে বোট টাইটানিক।

আকাশ রক্তিম হয়েছে-
কখন যেন সূরয ডুবে গ্যাছে,
ফেরার সময় হয়ে এল,
মনে সব ছোঁয়া রয়ে গেল।