শত শত পানির ফোয়ারা-
অবিরত করছে শুধু খেলা,
সাদা সাদা রাজহাঁস গুলো-
ঘুরে ঘুরে ভাসে এলোমেলো ।
দূরে ঐ সবুজ পাহাড়ে-
ফুলে ফুলে গ্যাছে সব ভরে-
গাছের শ্যামল ছায়াতে,
প্রেমিকারা বিছানা পেতেছে।
ওদের দেখলে মনে হয়-
সরগের অপ্সরীরা ধরায়,
শুয়ে আছে আলিঙ্গনে-
ঠোঁটে ঠোঁট মগ্ন আলাপনে।
দেবশিশু গুলো আশেপাশে
অধরা সরগীয় পরিবেশে।
রিমঝিম ঝরণার তান-
মনে তোলে প্রশান্তির গান।
মনে হয় সবকিছু ভূলে-
শুয়ে থাকি ওরি উপকূলে।
ঘুরে ঘুরে দেখা হল লেক-
রঙ্গিন পাখির পালক,
তারি মাঝে আরট আধুনিক-
লেকে ভাসে বোট টাইটানিক।
আকাশ রক্তিম হয়েছে-
কখন যেন সূরয ডুবে গ্যাছে,
ফেরার সময় হয়ে এল,
মনে সব ছোঁয়া রয়ে গেল।
খুব সুন্দর একটি লেখা । কিন্তু পুরো কবিতার অর্থ বুঝি নি । যতটুকু বোঝছি অনেক সুন্দর হয়েছে । ধন্যবাদ ।
@ফুয়াদ,
আপনাকেও অনেক ধন্যবাদ !
সন্সবেক নেদারল্যান্ডের একটা পারক।
ওর ওপরই লেখা।
@লাইজু নাহার,
পার্ক যদি পারক হয় অথবা স্বর্গ যদি সরগীয় হয় কেমনে বুঝব কো্নটার কো্ন অর্থ ?? তবে কবিতাটির মানবিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের বর্ননা খুবই মনোরম ও আরামদায়ক। কবে আমাদের বাংলাদেশে এমন মানবিকতার বিকাশ হবে কে জানে ?? এখানে তো এখন শুধু মধ্যযূগীয় হায়েনাদের বসবাস ও সহবাস।
ধন্যবাদ।
@মাহবুব সাঈদ মামুন,
অনেক চেষটা করেও অভ্র দিয়ে ঐ শব্দ দুটোর
সুদ্ধ বানান লিখতে পারলামনা।
পাঠকদের কাছে ক্ষমাপ্রারথী সেজন্য।
আবারও ভূল হল।
সব দোষ কম্পু্টারের।
আসলে ঐ পারকটাই মানবিক।
ধন্যবাদ।
@লাইজু নাহার,
r এর উপর ২ বার চাপ দিলে রেফ হয়।
আপনার ঐ পার্কে যদি যেতে পারতাম !!!
ধন্যবাদ।
@মাহবুব সাঈদ মামুন,
অথবা, অভ্র-মাউস দিয়ে লিখলে ‘র’ লিখে হসন্ত ক্লিক করলে রেফ হবে। এই যেমন আমি ‘পার্কে’ চলে আসলাম। মামুন ভাইকে ধন্যবাদ।
লাইজু নাহারের ছড়াটি সুন্দর হয়েছে।