আমি মুক্তমনা ফোরামে দুটো চিঠি পাঠাই। এতে সবাই সুচিন্তিত মতামত দান করেছেন এজন্য সবাইকে ধন্যবাদ। আমার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় আর কোনো লেখা পাঠাই নি। যদিও আমি ঠিক গুছিয়ে লেখতে পারিনা। সবাই আমাকে ‘আপনি’ বলে সম্বোধন করেছেন এটা আমার কাছে অস্বস্তিকর। আমি আপনাদের থেকে অনেক ছোট আমি এবার এস. সি পাশ করে, পাবনা সরকারী টেক্সটাইল ইন্সটিউটে (ডিপ্লোমা কোর্সে ) ভর্তি হয়েছি। ভর্তির ফরমে আমার ধর্মের জায়গায় ইসলাম লিখতে হয়েছে। অথচ আমার লেখার ইচ্ছা ছিল ইসলামের জায়গায় ‘মানবতাবাদ’। আমি ও আমার বন্ধু মিলে আলোচনা করেছিলাম সে বলল মানবতাবাদ লিখলে যদি ভতির্ ফরম বাতিল হয়ে যায়। এবং আমাদের দেশে এখনো ধর্মের জায়গায় মানবতাবাদ লেখার নিয়ম নাই। আর যাতে ভবিষ্যতে এই রকম অবস্থার মধ্যে না পরতে হয় তার জন্য আমরা কি করতে পারি? আপনারা উদ্যেগ না নিলে তো হবে না। আমাদের পাশের দেশ ভারতে বিভিন্ন লেখায় দেখেছি তারা ধর্মের জায়গায় মানবতাবাদ লিখতে পারে। অনেক সংগ্রাম করে সফল হয়েছে তারা। আমাদের ও তো পিছিয়ে পড়লে হবে না। আমি আশা করি খুব তারাতাড়ি আমরা এই ধর্মের জায়গায় মানবতাবাদ লিখতে পারি।
মুক্তমনায় এখন আর বেশি ধর্ম এবং ধর্মের কুসংস্কার নিয়ে বেশি লেখা হয়না। ধর্ম নিয়ে বেশি লিখলে আমরা ভাল বুঝতে পারব এবং অন্যকে বুঝাতে পারব। অভিজিৎদার ধর্ম বিষয়ে লেখা অনেক দিন থেকে বন্ধ। বন্যা, অনন্ত, জাহেদ, অজয় রায়, নন্দিনী, বিপ্লব পাল, কামরান মির্জা, অপার্থিব জামান, আরো অনেকে এখন আর এই বিষয়ে লেখা না কেন? আমরা যারা নবীন তাদের তো ধর্ম বিষয়ে আলোচনা সবচেয়ে গুরত্বপূর্ন। আগামি ২৯/০৯/০৯ ইং তারিখে আমার ক্লাস শুরু হবে। ওখানে আমার ‘ যুক্তিবাদ ও মানবতাবাদ’ প্রচার নিয়ে কাজ করার ইচ্ছা আছে। কিভাবে আমি এই কাজ করতে পারি সবাই যদি আমাকে কোন দিক নির্দেশনা দেন তাহলে খুবই ভাল হয়। আর আমার আগের লেখার প্রতি-উত্তরে অনেকে আমি সত্যি ফারুক কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন; যেমন :
Obak Prithibi Posted নভেম্বর 25, 2008 at 1:43 অপরাহ্ণ
রানা ফারুক, মনে হয় ভয় পেয়ে ভাইগ্যা গেছে …। এত সব আতেল রা এত এত বইয়ের পাহাড়ের নীচে বেচারাকে ডুবিয়ে দিছে যে বেচারা … ভাবছে ভিক্কা চাই না কুত্তা সামলাও | বিপ্লব পাল এত দিন পরে একটা খাটি কথা কইছে …| নাস্তিক হইতে গেলে কিছুই পড়ন লাগে না, মন টা জানালা -দরজার মত খুইলা দিলেই হয় …।আর যে সব মহাপুরূস রা মুক্তমনায় গ্যান দিচ্ছে–হেরাই কি নাস্তিক্…| লিখনের বেলায় বড় কথা-…
আর একটা কতা, রানা ফারুক কি গায়েবি না আসল? পাবনা থ্যাইকা নিজামিও ত হেই নামে ই-মেইল করতে পারে?? দেখা গেল, আল্লার মত রানা ফারুক ও এক গায়েবি মাল…| আথচ , মুক্তমনার মহা মহা প ন্ডিত রা ঘুম হারাম করছে– এই না হইলে যুক্তি বাদি…। মোল্লারা যেমন ইসলাম শুনলেই মাথা চাড়া দেয়।। এটা বদরুল ইসলাম না , আমিনুল ইসলাম সেটা দেখে না্্ মুক্তমনার গ্যানিরাও তেমনি… নাস্তিক পাইছি শুনলেই হইল… মাল আসল না নকল, সেটা পরে দেখন জ়াইব। চিলের পেছনে ছুটি… নিজের কান পরে দ্যাখন জ়াইব… ভাল থাইকেন সবাই…
অবাক পৃথিবী ভাই, আমি ভয় পাই নাই বা গায়েবি না । আমি পরীক্ষার কারণে ব্যস্ত ছিলাম। আপনার যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার ইমেল তো রয়েছে – [email protected]। আর আমার মোবাইল নম্বর ০১১৯১- ৭৫৫৭৪২ দিয়ে দিলাম । যোগযোগ করলে খুশি হব। আজ আর নয়।
ফারুক
রাধানগর, পাবনা
অন্তত দা আপনি জানতে চেয়েছেন আমি প্রবীর সাহা কে চিনি কিনা আমার যে ছবি দেখতে পাচ্ছেন তা প্রবীর দার তোলা। প্রবীর দার সাথে আমার সর্ম্পক সেই বাল্যকাল থেকে কারণ, আমার জন্ম আর প্রবীর দার জন্ম একই গ্রামে। তার কাছে থেকে মুক্তমনার ওয়েব ঠিকানা পাই। তার সঙ্গে অনেক বিষয় মিল থাকা সত্তে ও বর্তমানে বেশ কিছু বিষয়ে অমিল আছে যার জন্য প্রবীর দার সাথে আমার দুরত্ব বেড়ে গেছে। প্রবীর দা কমিউনিস্ট শাসন ব্যবস্থায় পূর্ণ আস্থা। পূর্ণ যুক্তিবাদি ও মানবতাদী হতে গেলে কমিউনিস্ট পার্টি করতে হবে। আর আমি মনে করি যুক্তিবাদি ও মানবতাদী হতে গেলে কমিউনিস্ট হওয়ার দরকার নেই। কমিউনিস্ট পার্টিকে আমার মনে হয় মানুষের জীবনের চারপাশের অসহ্য প্রাচীর তুলে দেয়। আরো অনেক বিষয়ে মতপাথর্ক্য থাকার কারণে। প্রবীর দার সাথে এখন তার সাথে কাজ করা হবে না।অনন্ত দা আজ আর নয়।
রানা ফারুক,
কিছু পাবলিকের কামই হইলো উলটা পালটা কথা কওয়া। একটু ত্যারা ব্যারা মানুষ দ্যাখলেই গায়েবী, মিথ্যা, – এইগুলা শব্দ লইয়া আইবো। এগো কথায় এত পাত্তা দেওনের কিছু নাই। কিন্তু আপনে গায়েবি না – হেইটা প্রমাণ করনের লাইগ্যা যেমনে ওপেনলি ইনফরমেশন বিলাইতেছেন – দেইখেন বিপদ মাথায় ডাইকা আইনেন না। যারা আপনেরে গায়েবি ভাবতাছে তারা এইগুলা বিলাইতে পারে, কারণ হেরা জানে, রানা ফারুকেরা ওগুলা পাইয়া কারো গলা কাটতে আইবো না, কিন্তু উলটা দিকটা কইলাম সব সময় সত্য না। খুব খিয়াল কইরা …
যাউক, ভালা থাকেন এই কামনা করি।
রানা ফারুক ভাই,
পাবনার প্রবীরদা (প্রবীর সাহা), কল্যাণদা, বাবলুদার সাথে কি তোমার যোগাযোগ রয়েছে? তাদের সাথে আমার কথা হয় কিছুদিন পরপর। বিশেষ করে কল্যাণদার সাথে।
আমার ইমেইল এড্রেস: [email protected]
অভিজিত দা আমি অনন্তর সাথে কিভাবে যোগাযোগ করব ?
@রানা ফারুক,
এ ভাবে খোলাখুলি ই-মেইল এড্রেস টেলিফোন নাম্বার প্রকাশ করা নিরাপদ নয়। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আপনার সর্বাদিক প্রীয়, একান্ত বিশ্বস্ত বন্ধুটিকেও আর বিশ্বাস করতে নেই যতক্ষন পর্যন্ত না সে সত্যিকার অর্থে ধর্ম ত্যাগ করে আপনার মতো অবিশ্বাসী হতে পেরেছে।
জীবন ও জগত নিয়ে আপনার দর্শন আপনার ধারণা কলমের দ্বারা বিশ্বকে জানিয়ে দিন। আপনারা আগামী দিনের শিশুদের দিশারী হয়ে থাকবেন, তাদের একটি সন্ত্রাসমুক্ত সুন্দর ভবিষ্যত পৃথিবী নির্মাণে আপনাদের মতো মানুষের বড়ই প্রয়োজন।
সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
আমি কিন্তু আপনার কাছে কৃতজ্ঞ। আপনার চিঠি পড়ে আমি প্রভাবিত হয়েছিলাম, এর অনেকদিন পর বন্যা আহমেদের বইটি ডাউনলোড করে পড়ে ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছি। আপনার চিঠিটি প্রকাশিত না হলে আমি হয়ত কখনওই মুক্তমনাকে ভিন্ন আঙ্গিকে দেখা শুরু করতাম না।
ভাইয়া, তোমার লেখাটা এবারো আমাকে আবেগ-আপ্লুত করে তোললো। তোমাকে মনে মনে খোঁজছিলাম। আর ভাইয়া, তোমার লেখায় উল্লেখিত ‘Obak Prithibi’ এর করা মন্তব্যটি আমাকেও খানিকটা ব্যথা দিয়েছে। উনি হয়তো একটু মজা করতে চেয়েছিলেন। যাই হোক, এ ধরণের অনেক মন্তব্য অনেকেই করবে। এটা শুনে কাজ নেই। তোমি এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।
আমি রানা ফারুককে তার আপডেটের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এ ধরণের অসংখ্য রানা ফারুকেরাই হবে ভবিষ্যৎ- মুক্তমনার শক্তি। আমি আসলেই মনে করি ধর্মের জায়গায় মানবতাবাদ লেখার আইনী অধিকার চালুর ব্যবস্থা বাংলাদেশেও শুরু হওয়া প্রয়োজন। রানা, আপনি যুক্তিবাদ আর মানবতাবাদ নিয়ে কাজ শুরু করতে চাইলে আমাদের সদস্য অনন্ত (সিলেট যুক্তিবাদী কাউন্সিল) এবং ঢাকার শিক্ষা আন্দোলন মঞ্চের সাথে ঘনিষ্ট যোগাযোগ রাখুন। আপনার উদ্যম এবং সদিচ্ছাই আপনাকে দেবে আপনার অভীষ্ট যাত্রাপথ।
ভাল থাকুন, সুন্দর থাকুন।
(পুনশ্চঃ মুক্তমনায় কমেন্ট করার জন্য অভ্র ডাউনলোড করে নিন, অভ্রতে লেখা কিন্তু খুব সোজা। আপনার যেহেতু এখন ব্লগ একাউন্ট আছে, আপনি সরাসরি লেখা পোস্ট করতেও পারবেন, ইমেইল করে লেখা পাঠাতে হবে না।)
@অভিজিৎ,
ধর্ম Item টিই থাকার কোন দরকার নেই।