পাঠকের চিঠি -১

পাঠকের চিঠি-২

আমি মুক্তমনা ফোরামে দুটো চিঠি পাঠাই। এতে সবাই সুচিন্তিত মতামত দান করেছেন এজন্য সবাইকে ধন্যবাদ। আমার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় আর কোনো লেখা পাঠাই নি। যদিও আমি ঠিক গুছিয়ে লেখতে পারিনা। সবাই আমাকে ‘আপনি’ বলে সম্বোধন করেছেন এটা আমার কাছে অস্বস্তিকর। আমি আপনাদের থেকে অনেক ছোট আমি এবার এস. সি পাশ করে, পাবনা সরকারী টেক্সটাইল ইন্সটিউটে (ডিপ্লোমা কোর্সে ) ভর্তি হয়েছি।  ভর্তির ফরমে আমার ধর্মের জায়গায় ইসলাম লিখতে হয়েছে। অথচ আমার লেখার ইচ্ছা ছিল ইসলামের জায়গায় ‘মানবতাবাদ’। আমি ও আমার বন্ধু মিলে আলোচনা করেছিলাম সে বলল মানবতাবাদ লিখলে যদি ভতির্ ফরম বাতিল হয়ে যায়। এবং আমাদের দেশে এখনো ধর্মের জায়গায় মানবতাবাদ লেখার নিয়ম নাই। আর যাতে ভবিষ্যতে এই রকম অবস্থার মধ্যে না পরতে হয় তার জন্য আমরা কি করতে পারি?  আপনারা উদ্যেগ না নিলে তো হবে না। আমাদের পাশের দেশ ভারতে বিভিন্ন লেখায় দেখেছি তারা ধর্মের জায়গায় মানবতাবাদ লিখতে পারে। অনেক সংগ্রাম করে সফল হয়েছে তারা। আমাদের ও তো পিছিয়ে পড়লে হবে না। আমি আশা করি খুব তারাতাড়ি আমরা এই ধর্মের জায়গায় মানবতাবাদ লিখতে পারি।

মুক্তমনায় এখন আর বেশি ধর্ম এবং ধর্মের কুসংস্কার নিয়ে বেশি লেখা হয়না। ধর্ম নিয়ে বেশি লিখলে আমরা ভাল বুঝতে পারব এবং অন্যকে বুঝাতে পারব। অভিজিৎদার ধর্ম বিষয়ে লেখা অনেক দিন থেকে বন্ধ। বন্যা, অনন্ত, জাহেদ, অজয় রায়, নন্দিনী, বিপ্লব পাল, কামরান মির্জা, অপার্থিব জামান, আরো অনেকে এখন আর এই বিষয়ে লেখা না কেন?  আমরা যারা নবীন তাদের তো ধর্ম  বিষয়ে আলোচনা সবচেয়ে গুরত্বপূর্ন। আগামি ২৯/০৯/০৯ ইং তারিখে আমার ক্লাস শুরু হবে। ওখানে আমার ‘ যুক্তিবাদ ও মানবতাবাদ’ প্রচার নিয়ে কাজ করার ইচ্ছা আছে। কিভাবে আমি এই কাজ করতে পারি সবাই যদি আমাকে কোন দিক নির্দেশনা দেন তাহলে খুবই ভাল হয়। আর আমার আগের লেখার প্রতি-উত্তরে অনেকে আমি সত্যি ফারুক কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন;  যেমন :

 

Obak Prithibi Posted নভেম্বর 25, 2008 at 1:43 অপরাহ্ণ

রানা ফারুক, মনে হয় ভয় পেয়ে ভাইগ্যা গেছে …। এত সব আতেল রা এত এত বইয়ের পাহাড়ের নীচে বেচারাকে ডুবিয়ে দিছে যে বেচারা … ভাবছে ভিক্কা চাই না কুত্তা সামলাও | বিপ্লব পাল এত দিন পরে একটা খাটি কথা কইছে …| নাস্তিক হইতে গেলে কিছুই পড়ন লাগে না, মন টা জানালা -দরজার মত খুইলা দিলেই হয় …।আর যে সব মহাপুরূস রা মুক্তমনায় গ্যান দিচ্ছে–হেরাই কি নাস্তিক্‌…| লিখনের বেলায় বড় কথা-…

আর একটা কতা, রানা ফারুক কি গায়েবি না আসল? পাবনা থ্যাইকা নিজামিও ত হেই নামে ই-মেইল করতে পারে?? দেখা গেল, আল্লার মত রানা ফারুক ও এক গায়েবি মাল…| আথচ , মুক্তমনার মহা মহা প ন্ডিত রা ঘুম হারাম করছে– এই না হইলে যুক্তি বাদি…। মোল্লারা যেমন ইসলাম শুনলেই মাথা চাড়া দেয়।। এটা বদরুল ইসলাম না , আমিনুল ইসলাম সেটা দেখে না্‌্‌ মুক্তমনার গ্যানিরাও তেমনি… নাস্তিক পাইছি শুনলেই হইল… মাল আসল না নকল, সেটা পরে দেখন জ়াইব। চিলের পেছনে ছুটি… নিজের কান পরে দ্যাখন জ়াইব… ভাল থাইকেন সবাই…

 

অবাক পৃথিবী ভাই,  আমি ভয় পাই নাই বা গায়েবি না । আমি পরীক্ষার কারণে ব্যস্ত ছিলাম। আপনার যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার ইমেল তো রয়েছে – [email protected]। আর আমার মোবাইল নম্বর ০১১৯১- ৭৫৫৭৪২ দিয়ে দিলাম । যোগযোগ করলে খুশি হব। আজ আর নয়।
 

ফারুক
রাধানগর,  পাবনা