rtnnরাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ সোমবার  ঈদের দিন বিকাল ৩টা৫৪মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। রাজধানীতে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও উত্তরাঞ্চলে সামাণ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।। ঢাকায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিকটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৬.৪ । ভূমিকম্পের কেন্দ্র ছিল ঢাকা থেকে ৪৬২ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে চীন-ভূটান সীমান্তে।

রাজধানীর বেশির ভাগ বহুতল ভবন থেকে কম্পন টের পাওয়া যায়। ফলে ঈদ উদযাপনে ব্যস্তনগরবাসীর জীবনে সাময়িক ছন্দপতন ঘটে। ভূমিকম্পের কারণে সাধারণ মানুষ বিশেষক রে যারা উঁচু ভবনে থাকেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই এ সময়রাস্তায় নেমে আসতে দেখা গেছে।

ঢাকা ছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, শেরপুর, সুনামগঞ্জ, সিলেট, নীলফামারি ও পঞ্চগড় জেলায় ভূকম্পনের বিষয় নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত ২টা ৫১ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ছয়। তখন আবহাওয়া অফিস জানিয়েছিল, রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে প্রায় ৪২৪ কিলোমিটার দূরে ভারত-মিয়ানমার সীমান্তে ছিল এর উৎপত্তি স্থল। ভূমি থেকে ৬০ কিলোমিটার নীচে উৎপত্তি হওয়ায় ওই ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে ভারত মহাসাগরে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের প্রভাবে রাত ৩টার দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনূভূত হয়। ওই দিন বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও থাইল্যান্ডসহ দক্ষিণ পূর্ব এশিয়ায় সুনামির সতর্কতা দেয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়। আল জাজিরা টেলিভিশন জানিয়েছিল, ভূমিকম্পের উৎপত্তি ছিল ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের ২৬২ কিমি উত্তরে। ঢাকা থেকে এর দুরত্ব হল ৮৮৯৯ কিমি। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৩.১ কিলোমিটার।

এই বছরের ১২ আগস্ট বুধবার দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল ও সিলেটে আজ বুধবার ভোরে মৃদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাঝারি মাত্রার এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

একের পর এক ভূমিকম্প ভাবিয়ে তুলেছে দেশের মানুষকে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলে আসছেন ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের লক্ষণ। বাংলাদেশ একটি বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করে আসছেন বিশেষজ্ঞরা। যে কোনও সময় এ ভূমিকম্প আঘাত হানতে পারে।

সূত্র : আরটিএনএন ডটনেট