হাসান মাহমুদ (ফতেমোল্লা)’র হিল্লা




হাসান মাহমুদ (ফতেমোল্লা) মুক্তমনার প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম এবং মুক্তমনার উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য। সাহিত্য-সংস্কৃতিতে গল্প, কবিতা, নাটক, সঙ্গীত তার পদচারণা পেয়ে ধন্য হয়েছে প্রতিনিয়ত। তার খ্যাতি আজ বাংলাভাষাভাষীর সীমানা পেরিয়ে চলে গেছে আন্তর্জাতিক পরিমন্ডলে। শারিয়া ও ইসলামিক ল, মুসলিম ক্যানাডিয়ান কংগ্রেসের ডিরেক্টর ছিলেন তিনি, সম্প্রতি তিনি সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। আমেরিকা ও ইউরোপে বিভিন্ন কনফারেন্স এবং সেমিনারে ইসলাম ও মানবাধিকারের উপর সফল বক্তা। হাসান মাহমুদের বাংলা বই ‘ইসলাম ও শারিয়া’ বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।


শারিয়ার উপরে তার ডকুড্রামা হিল্লা  নিউইয়র্কের একটি নাট্য প্রতিযোগীতায়   সেরা পুরষ্কার পেয়েছলো ২০০৫ সালে। ছবিটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, টরোন্টো’তে এবং ভারতের একটি ইসলামিক কনফারেন্সে প্রদর্শিত হয়েছে।  এই ছবিতে দেখানো হয়েছে কিভাবে হিল্লা বিয়ের মত একটি অমানবিক প্রথা কিভাবে ইসলামের নাম ভাঙ্গিয়ে টিকে আছে।  ছবিটি সম্প্রতি ইউটিউবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আট পর্বের এই স্বল্পদৈর্ঘ্য চলচিত্রটি মুক্তমনার পাঠক এবং দর্শকদের জন্য উন্মুক্ত করা হল। 


 



(1)



(2)



(3)



(4)



(5)



(6)



(7)



(8)


 


——–
কাহিনী: হাসান মাহমুদ
President, Muslim Canadian Congress
Canadian Representative, FreeMuslims Coalition, Washington USA
Associate Member, World Muslim Congress, Dallas USA
Email:- [email protected] / [email protected]
পরিচালনা: রাকিব হাসান
ইন্টারনেট সহায়তা: কাওছার আহমেদ (আমার ব্লগ)।