বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ : আমার অনিয়ত ভাবনা

অজয় রায়

 

৬ই মার্চ সন্ধ্যে এলেই একাত্তরের ৭ই মার্চের ভাবনাগুলো আমার মনে, চিন্তা -চেতনায় আনাগোনা করতে থাকে। চৌত্রিশ বছর আগের সেদিনের দিনটি ধোঁয়াশা আচ্ছন্নতা থেকে ক্রমশঃ স্পষ্টতর হতে থাকে- তখন দিনটিকে যেন স্পষ্ট দেখতে পাই। কানে যেন ষ্পষ্ট ধ্বনিত হতে থাকে বঙ্গবন্ধুর সেই সম্মোহনকারী অত্যাশ্চর্য কবিতার বানী: ”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” জননেতা শেখ মুজিবের শালপ্রাংশু ভুজময দীর্ঘ দেহ আমার চেখের সামনে ভাসতে থাকে। তার আগ্নেয়গিরি মুখ থেকে যেন বের হচ্ছে উত্তপ্ত রক্তিম লাভাস্রোত যা দুর্বিনীত পাকিস্তানী দখলদারদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে। জানি এসবই আমার কল্পনা, কিন্তু এই কল্পনাকেই তো আমরা বাস্তবায়ন করেছি ১৬ই ডিসেম্বরে, ৯ মাসব্যাপী যুদ্ধ করে।…. 

আমার পরম সৌভাগ্য যে জাতির ঐ ঐতিহাসিক মুহূর্তটিতে লক্ষ জনতার সাথে আমিও দ্রবীভূত হয়ে ঐ কবিতা শুনেছিলাম। কি মর্মস্পর্শী সেই কবিতার বাণী!    …    এর পর পড়ুন এখান


ড. অজয় রায়,  ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অবসর প্রাপ্ত অধ্যাপ, জনপ্রিয় বিজ্ঞান লেখক, প্রাবন্ধিক ও কলাম লেখকইতিহাস পরিষদের অন্যতম সহ সভাপতি, শিক্ষা আন্দোলন মঞ্চের সভাপতি ও দক্ষিণ এশীয় মৌলবাদ ও সামপ্রদায়িকতা বিরোধী সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য ইমেইল – [email protected]