অন্ধ রাজহাঁস
গল্পে শোনা সেই অন্ধ রাজহাঁস হয়ে যাচ্ছি যখন তখন, সারাটা সময় ঠোকর খাচ্ছি, এখানে সেখানে সবখানে। কাশবন পেরিয়ে মস্ত দীঘি; ভাল্লাগে একমাত্র সেখানেই কেউ একটু নাবিয়ে দিলেই শুধু অনাবিল শান্তি জোটে। অন্ধদের যেমন হয় আরকি, অনুভূতি আমার বেশ ভাল দীঘিপথের শুরুটা চিনলেও, যেতে ভয় পাই, ধাক্কা খাই, আবেশি আলোর আভাতেও অন্ধচোখে সব ঘোলা ঠেকে ভয় [...]