বিজ্ঞানের কি নৈতিকতা সম্পর্কে কিছু বলবার আছে?
লেখকঃ জাবের ইবনে তাহের আমার প্রিয় বিষয় হচ্ছে পদার্থবিদ্যা আর গণিত। বিষয় দুটো খুব টানে আমাকে। সেই ছোট্ট বেলার থেকেই মহাবিশ্বের গল্প শুনলে মুগ্ধ হতাম, মহাবিশ্ব সম্পর্কে সেই আলোচনাগুলো ছিল নেহায়াতই কিছু গল্প, তবুও ভালো লাগত। বিশালতায় মুগ্ধ হতাম। তখন আমার জ্ঞান ছিল অল্প। কিছু না জানা নিয়েই চারিপাশ সম্পর্কে অদ্ভুত প্রশ্ন করে বেড়াতাম। এই [...]