তিন লক্ষ বছর, অভিজিৎ রায়, অবিশ্বাসের দর্শন
এক হোমো স্যাপিয়েন্সের উৎপত্তি ঘটেছে আজ থেকে মোটামুটি তিন লক্ষ বছর আগে আফ্রিকায়। কিন্তু দীর্ঘদিন তারা খুব একটা দূর-দূরান্তে বেরিয়ে পড়েনি। এক লক্ষ থেকে চল্লিশ হাজার বছর আগে তাদের মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করা যায়। তারা পৃথিবীর আহবানে সাড়া দিয়ে এগিয়ে যেতে থাকে যে দিকে চোখ যায় সেদিকে। আমরা নিচের ছবি লক্ষ্য করি (এখানে ka [...]