বিশ্বাসের ভাইরাস, অভিজিৎ রায়, জাগৃতি প্রকাশনী
ধর্মকে কেনো কাঠগড়ায় তোলা হচ্ছে না? – ১
লিখেছেন: সুমন চৌকিদার বোধকরি জীবজগতে একমাত্র মানুষেরই ধর্ম(প্রাতিষ্ঠানিক) আছে। জানি না, বুদ্ধিমান এ প্রাণির কেনো ধর্মের প্রয়োজন হয়েছিলো? সত্যই কী মানুষের জন্য ধর্ম, নাকি ধর্মের জন্য মানুষ? কারণ যা রক্ষার জন্য ঈশ্বর নয়, মানুষকেই সর্বদা প্রস্তুত থাকতে ও লড়াই করতে হয়, চরম মূল্য দিতে হয়, অকাতরে প্রাণ বিসর্জন দিতে হয়, শত্রু-মিত্র চিনতে-জানতে হয়, পাহারাদার রেখে [...]