দাড়ি চাঁছাচাঁছি নাই; হেঁহেঁ গোফ তবু চাঁছা চাই,
মাথাটাও গেছে তাই, পাৎলুন টাক-নুর উপরে,
উ-লালা, আঁট-সাঁট ফ্যাশনেতে হিজাবীও কম না,
শিরকের কথা বলে; হালাকার নামে করে ফিৎনা।

Hijazi

নাই সে’তো ঘরে নাই, নাই; হয়তো’বা দেশে নাই,
গলাকাটা ক্রাশ লাগা দুষ্টুরা, সরকারি ঘরে নাই,
ফিরে এলে দুষ্টু সে জঙ্গিরা; দশ লাখ পাবে ভাই,
সরকারি কথা বটে, অপরাধ টুক টাক, ভুল নাই।

এলিটের সৈয়দ; বংশের সৌদগুলো; গেলো কই,
আছে দেখি; আশেপাশে রব করে, ইন্ডে মিনিটি।
খজ্জুর বন ছেড়ে ঘরে আয়; গান গায়, চল যাই,
চুলদাঁড়ি কেটেকুটে একাকার হয়ে যাই, লে’ভাই।

শান্তির পথে ছিলো, কে খামোখা ডেকে নিলো,
এইবার জমবে রে খেলাটা, কাটা হবে গলাটা,
ক্রাশে ত্রাসে হেসে খেলে কেটে যাবে বেলাটা,
সেই সাথে দশ লাখ, দোষ ও গলা কাটা যাক,
মডারেট ছায়াজলে, শান্তিতে মারা যাবে তলাটা।