‘ওয়াল স্ট্রীট আধিকার কর’ – একটি অসাধারণ গণ আন্দোলনের সূচনা
এত শীঘ্রই যে পশ্চিমী দেশে এরকম একটি গণ উত্থান মাথা চাঁড়া দিয়ে উঠবে তা আমি স্বপ্নেও ভাবতে পারি নি! নিউ ইয়র্ক শহরে এই আন্দোলনের জন্ম বলা যেতে পারে। সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ (২০১১ সন) প্রায় ১০০০ আপত্তিকারী জনতা রাস্তায় নেমে হাটতে হাটতে মার্কিন পূজীবাদের মক্কা ওয়াল স্ট্রীটের কাছে যে ‘জুকুটি পার্ক’ আছে সেখানে পৌছে। আপত্তিকারীদের [...]