কাশেম সোলাইমানীর মৃত্যু, জানাযায় পদদলন এবং জাতীয়তাবাদ
এক শিষ্য প্রশ্নটা করেছিল গ্রীক দার্শনিক হিরোডোটাসকে, মহাশয় আপনি কার পক্ষে, যুদ্ধ না শান্তি? হিরোডোটাস উত্তর দিয়েছিলেন-বৎস, আমি শান্তির পক্ষে, কারন শান্তির সময় সন্তান বহন করে তার পিতার লাশ আর যুদ্ধের সময় পিতার কাঁধকে বইতে হয় সন্তানের লাশের কঠিন ভার। কাশেম সোলাইমানী হত্যা আর সম্ভাব্য ইরান আমেরিকার যুদ্ধ নিয়ে উত্তপ্ত পৃথিবী। বাঙ্গালীর চায়ের কাপের মেঠো [...]