কোটা-সংস্কার আন্দোলনের পরম্পরায় অশুভের বিম্ব!
সাম্প্রতিক কালে কোটা-প্রসঙ্গ নিয়ে সমাজের চিন্তাশীল ও যাঁরা ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা ভাবেন তাঁদের নানান মতামত আমার নজরে এসেছে। সেই সাথে এসেছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির চলমান চালচিত্র! শ্রদ্ধার সাথে সকলের মতামত বিবেচনায় নিয়ে তাঁদের সাথে আমার যৎসামান্য অভিমত সন্নিবেশের চেষ্টা রইলো। আওয়ামী-লীগ কে আমরা দেখি ‘৭৫-পরবর্তীকালে মুখথুবড়ে পড়া বাংলাদেশকে মানবিক-রাজনৈতিক ও অর্থনৈতিক বলয়ের একটি স্তরে ঠেলে [...]