দুগ্ধমঙ্গল কাব্য
এক স্বর্গেতে ঈশ্বরী পাটনি চিন্তা করে মনে ধরাধামে আছে কেমন আপন সন্তানে। সন্তান চিন্তাতে গোঁয়ায় বিনীদ্র রজনী চক্ষু মুদিলেই শুনে ‘পুত্র পুত্র ধ্বণি। দেবী অন্নপূর্ণায় দেখি হইলেন অবাক তুইতো আজব পাটনি মুই হতবাক। নদী পার করছিলে বলে স্বর্গে দিনু ঠাঁই ঐশ্বরিক ভোজেও শইল্যে বাড়েনি চিকনাই। পাটনি বলে- মাগো আমি স্বর্গে সুখে আছি কেবল সন্তানের তরে [...]