চাই না কোন রাজাকারি রাজাকারের বিচারে,
চাই না কিছু ফাঁসি ছাড়া, জন্তুমানব বিদায় দে।
চাইনা কোন দলের নেতা চাইনা কোন বাচাল রে,
ধর্ষিতা মা ক্ষেপসে আমার, ভাত চায় না শাস্তি দে।
জন্তু ছেঁড়া বোনের কথা ভুলিস নারে ভুলিস না,
রাজাকারের শাস্তি ছাড়া ঘরে তোরা ফিরিস না।
আমার দেশের আইন কেন আমার কথা বলেনা,
ভন্ড যারা আইন বানাস দৃষ্টি সীমার বাইরে যা।
আলবদর আর রাজাকারের বিচার করুক জনতা
শাস্তি দিয়া বাচাল তগো ভিক্ষা দিমু ক্ষমতা।
খুলির ভিতর গভীর শিকড় স্বাধীনতার চেতনার
শোধ তুলব এবার সবাই অপমানের বেদ্নার।
এই জাগরণ আরও চল্লিশ বছর আগে যদি হতো! তবে শিবিরের জন্মই হতো না। টিভিতে দেখতে খুব ভাল লাগে। মনে হয় সারা দেশ জেগে আছে, উৎসব হচ্ছে কুলাঙ্গারদের বিচারের দাবীতে।
@তামান্না ঝুমু,
শিবিরের পুরানো নাম ‘ইসলামী ছাত্রসংঘ’। ১৯৭৬ এ জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে দেয়; জেল থেকে ছাড়া পায় প্রায় ১১ হাজার রাজাকার, আলবদর, দালাল স্বাধীনতা বিরোধীরা। ঘাপটি মারা অন্যান্য রাজাকারেরাও দল বাধে এদের সাথে। ১৯৭৭ এর প্রথম দিকে এরা দল বেধে ছাত্রসংঘের নাম পাল্টিয়ে নতুন রূপ নেয় ইসলামী ছাত্র শিবির নামে। এরা শিয়াল চতুর হায়েনা স্বভাবের ও নৃশংস। জামাত শিবিরের এরা মিষ্টি মধুর কথা বলে, ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দলে টানে ও ব্যবহার করে নিজেদের স্বার্থে। নতুন প্রজন্মও এদের চিনে ফেলেছে, এটাই বড় কথা।
কবিতা দিয়ে প্রেম করাই শ্রেয় কাজী সাহেব। যুদ্ধের জন্য প্রয়োজন শুধুই খাঁটি যুদ্ধ ……।
@সংশপ্তক,
অন্য চোখটাও খুলে দেখুন, পরিস্কার দেখতে পাবেন।
@কাজী রহমান,
Key entry error. অাজ বৃষ্টি নেই। :-s
@সংশপ্তক,
:))
একাদের এক করে দল বাধে একসাথে।
পাজরের ফাঁক গলে চেতনায় উত্তপ্ত ওরা,
ছ্যাঁদা খুলির দূর্গ ছেড়ে মুক্তাঙ্গনের ওরা,
গনগনে ওরা, আসছে, প্রতিশোধ নিতে।
কাপছে দেখো হাঁটুখানি শিবির জামাতের
দুরুদুরু করছে দেখো বুকটা রাজাকারের
হচ্ছেটা কী চারিপাশে? দিচ্ছে কারা ঘের?
কোথা থেকে এলো আবার বিচ্ছুগুলো ফের?
জীবনে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখলাম। ছাত্রদল ছাত্রলীগ ছাত্র শিবির এর দাপটের বাইরেও যে সত্যিকার ছাত্র সমাজ আছে আজ তার জোয়ার দেখা যাচ্ছে। ইতিহাসের অংশ হতে পেরে ভাল লাগছে। বাংলাদেশ একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। সবচেয় বড় কথা কবিরা জেগে উঠছে। চালিয়ে যান। (F)
@অরণ্য,
চাইনা কোন দলের নেতা চাইনা কোন বাচাল রে
ধর্ষিতা মা কান্দে আমার ভাত চায় না শাস্তি দে।
fasi chaye fasi chaye . ar kono abi nai . :@
@প্রতীক,
অবশ্যই