দু হাজার তেরো থেকে উনিশ শত একাত্তর,
আবারো তো এসেছে ফিরে নেইকো আর দুর।
জ্বললো দেখো আগুন আবার করবে ছারখার,
জঞ্জাল পোড়াবোই এবার এই মৃত্তিকার।
বিদ্রোহের দামামা বাজছে শাহাবাগের মোড়ে,
টেকনাফ থেকে তেতুলিয়া সকল ঘরে ঘরে।
ধর্ম বর্ণ নির্বিশেষে একটা দাবী তাই,
রাজাকারের গুষ্ঠি ধরে সবার ফাসি চাই।
নাটক করার সুযোগ নেই এই বিচার নিয়ে,
জেগেছে বাঙালি করবে প্রমান বুকের রক্ত দিয়ে।
আয়রে সবাই অস্ত্র ধরি মনে মনে শপথ করি,
পড়িয়ে দিয়ে ফাঁসির দড়ি স্বাধীনতার গান করি।
যে গান শুনে পূর্ব পুরুষ কাস্তে ছেড়ে অস্ত্র ধরে,
সে গানকেই পুঁজি করে লড়বো আবার নতুন করে।
এই মাটির সাথে করলো যারা এমন বেইমানী,
তাদের গলায় দড়ি দিয়ে করবো টানাটানি।

— সৈয়দ মাহফুজ পারভেজ