শিবঠাকুর ও দূর্গা দেবীর উত্থান
ঊনিশ শতকে সমাজ বিজ্ঞানী এডওয়ার্ড টেইলর সংস্কৃতির সংজ্ঞা দিয়েছেন এভাবে- মানুষের বিশ্বাস, আচার- আচরণ এবং জ্ঞানের সমন্বিত অবস্থাকে বলা যায় সংস্কৃতি। ভাষা, সাহিত্য, ধর্ম, বিশ্বাস, সামাজিক রীতিনীতি, মূল্যবোধ, নিয়মকানুন, উৎসব, আমাদের প্রতিদিনের নিত্যকার কাজ কারবার, ইত্যাদি নানা উপকরনের সমন্বয়ে গড়ে ওঠে সংস্কৃতি। কোন সংস্কৃতি শাশ্বত নয় উপাদান গুলোর পরিবর্তনের সাথে সংস্কৃতিতেও লাগে পরিবর্তনের দোলা। একটু [...]