ফাঁকি দিয়া আনিলি আসাম
পানীয় হিসাবে চায়ের প্রচলন হয়েছে বহু প্রাচীন কালে। চিন, জাপানের লোকেরা সুপ্রাচীনকাল থেকে চা পান করে আসছে। ব্রিটিশদের চা পান সেই তুলনায় অনেক নতুন। মাত্র কয়েকশ’ বছর আগে থেকেই এই নেশায় মেতেছে তারা। মূলতঃ চিন থেকে আমদানি করা চা দিয়ে কাজ চালাতো ব্রিটিশরা। কিন্তু, তাদের নিজেদের মাটিতেই যে গুপ্তধন লুকিয়ে রয়েছে, সে খবর তারা জানতো [...]