হুমায়ুন আজাদ ও কবিতার মুহূর্ত
এক ফেব্রুয়ারি মাসেই চলে গেলেন ডঃ আহমদ শরীফ। বড়ই অকস্মাৎ সে যাওয়া। দু’দিন আগেও সারা বিকেল-সন্ধ্যা সে কী তুমুল আড্ডা। ফেরার সময় লাঠি উঁচিয়ে সে চিরাচরিত বিদায়-সম্ভাষণ। একুশে বইমেলার জন্য টিএসসি চত্বর তখন লোকারণ্য। বরাবরের মতো আমি ও কবিবন্ধু ফরিদুজ্জামান দু’হাত ধরে রাস্তা পার করে রিক্সায় উঠিয়ে দিলাম স্যারকে। সেই যে শেষযাত্রা তখন কি জানতাম? [...]