খাবেন তো পাবেন কোথা?
লিখেছেন: সাগর মল্লিক কৃষক শ্রমিক এখনো মানচিত্র খেতে শেখেনি। এরা যদি জেনে যায় মানচিত্র চিবিয়ে খেলে ক্ষিদের জ্বালা মিটে তবে গোটা মানচিত্রটা চিবিয়ে খাবে একদিন। সেদিন আর বস্তা পঁচা জিডিপির গল্প শোনাতে পারবেন না। যে জিডিপি খেলে ক্ষিদের জ্বালা মিটে না তা চাই না আমাদের। আমরা চাই মাটির সানকি ভর্তি ভাত! জিডিপির টাকা চিবিয়ে খেলে [...]