প্রতিটি কাশির সাথে প্রায় ৩০০০ অদৃশ্য জলকণা বেরিয়ে আসে। কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তির মুখ থেকে বের-হওয়া এই জলকণার সাথে মিশে-থাকা করোনা ভাইরাস বাতাসে ভেসেও থাকতে পারে বেশ কয়েক ঘন্টা। এই মহামারী থেকে মুক্তির উপায় কী?
করোনা ভাইরাস: কী কী জানা দরকার | Think Bangla
By বন্যা আহমেদ|2020-03-30T11:39:40+06:00মার্চ 26, 2020|Categories: ডায়রি/দিনপঞ্জি, বিজ্ঞান|1 Comment
About the Author: বন্যা আহমেদ
গবেষক, লেখক এবং ব্লগার।
প্রকাশিত বইঃ 'বিবর্তনের পথে ধরে', অবসর প্রকাশনা, ২০০৭।
খুব কার্যকরী এবং প্রয়োজনীয় একটি ভিডিও। অনেক ভুলভাল তথ্য, মনগড়া গুজব এই ভাইরাস নিয়ে সোশাল মিডিয়ায় উড়ে বেড়াচ্ছে। সেখানে আপনাদের এই আন্তরিক প্রচেষ্টা মানুষকে ভাবতে করবে। ধন্যবাদ আপনাদের থিঙ্ক টিম কে।