কাদের মোল্লা সহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে ব্লগার এবং অনলাইন এক্টিভিস্টদের সমন্বয়ে গড়ে ওঠা অভূতপূর্ব গণজাগরণের প্রতি সংহতি প্রকাশ করছে মুক্তমনা।
বিভাজিত মূল্যবোধের দ্বন্দ্বঃ গন্তব্য কোথায়
[ব্যাক্তিগত ব্যাস্ততার কারনে বেশী সময় দিতে পারি না। লেখা বড় হয়ে যায়, কমাতে পারি না, কন্টিনিউটি নষ্ট করতে আমি রাজী নই। এদিকে এক সাথে একাধিক পর্বও নামানো যায় না, ব্লগের নীতি বিরোধী, তাই ব্লগের নীতিমালাকে কিঞ্চিত কলা দেখিয়ে একটু চালাকি করতে হল। বিশাল লেখা যার দরকার মনে হবে পড়বে, বড় মনে হল নয়, সরল সমাধান। [...]