ফরাসী অসুখ
সিফিলিস নামে একটা প্রাণাঘাতী যৌনবাহিত অসুখ আছে, যেইটার উতপত্তিস্থল নিয়া নানান মত শোনা যায়। তবে অসুখটার নাম সিফিলিস হিসেবে প্রথম ব্যবহৃত হয় ইতালীয় এক কবির কবিতায়। ১৫৩০ সালে ল্যাটিন ভাষায় রচিত এক কবিতায় কবি জিরোলামো ফ্রাকাস্তেরো দেখাইতেছেন যে, 'সিফিলাস' নামে এক মেষপালক ভয়ানক এক অসুখে আক্রান্ত। অসুখটার নাম, কবির কলমে এবং ল্যাটিন ভাষায়, Syphilis sive [...]