মৌলবাদের পোশাক বদল
প্রয়াত নাস্তিক সাংবাদিক, লেখক ও দার্শনিক ক্রিস্টোফার হিচেন্সের বক্তৃতায় বারবার উঠে এসেছে উত্তর কোরিয়ার কথা। এশিয়া মহাদেশের এই দেশটির শাসনভার ‘ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া’-র হাতে। ১৯৭২-এর পর থেকে দেশটির রাজনৈতিক অভিমুখ ‘সমাজতন্ত্র’ থেকে ক্রমে ‘Juche’-তে স্থানান্তরিত হয়। পশ্চিমা মিডিয়ার সৌজন্যে উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘন নিয়ে ভুরিভুরি প্রশ্ন উঠলেও, সেগুলোর অর্ধেকই অতিরঞ্জিত। কিন্তু, ক্ষমতাতন্ত্র? [...]