আধুনিক মানুষ ও মানুষ্য প্রজাতি সমুহ-১
আধুনিক মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স (Homo sapiens) । অর্থাৎ, আধুনিক মানুষ ‘হোমো’ গন (genus) এর অন্তর্ভুক্ত।বিজ্ঞানীদের মতে এই গণের উদ্ভব/আবির্ভাব প্রায় ২৩ থেকে ২৪ লক্ষ বছর আগে(১)।এরা হোমিনিডিন পরিবারের একটা জেনাস অষ্ট্রালোপিথেকাস এর অন্তর্গত অষ্ট্রালোপিথেকাস গারহি নামক প্রজাতি থেকে আফ্রিকায় উদ্ভব হয়েছে বলে মনে করা হয়।উল্লেখ্য অষ্ট্রালোপিথেকাস জেনাসের অন্য কোন প্রজাতির অস্তিত্ব এখন আর [...]