বিষণ্ণতায় আমি, এবং কারণ খুঁজে দেখার চেষ্টা
“ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে মানুষ ছিলো নরম, কেটে, ছড়িয়ে দিলে পারতো! অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানলায় পাথর কেটে পথ বানানো, তাই হয়েছে ব্যর্থ!” আজ ২০১৬ এর চৌদ্দই ফেব্রুয়ারি সাথে বসন্তের আরম্ভ, কিন্তু আমি ভালবাসার নয়, আমি লিখবো বিষণ্ণতার গল্প। আমার জীবনের গল্প, আর এটা উৎসর্গ করবো আমার পরিচিত অপরিচিত বিষণ্ণতায় [...]