সলিমুল্লাহ খান এক অনন্য প্রতিভা
আজ আমার দু’জন প্রিয় মানুষের জন্মদিন। একজন জাপানে পিএইচডিকালীন আমার সুপারভাইজার অধ্যাপক মাতসুগি তাকাসি, অন্যজন অধ্যাপক, সমাজতাত্ত্বিক সলিমুল্লাহ খান। আমার বড় ভাইয়ের সুবাদে এ দুইজন মহতপ্রাণ মানুষের সাথে আমার পরিচয় ও কাজের সূত্রে ঘনিষ্ঠতা। সলিমুল্লাহ খানের সাথে আমার পরিচয় স্কুলজীবনে। বড়ভাই ড. কুদারাতে খোদা'র সাথে তিনি আমাদের সিরাজগঞ্জের বাড়ীতে এলে তখনই তাঁর সাথে প্রথম আলাপ-পরিচয় [...]