যাত্রীরা হুঁশিয়ার
যাত্রীরা হুঁশিয়ার মীজান রহমান কল্পনা করুন। জ্যোছনাঢালা হেমন্তের রাত। আপনারা দুজন, ইহসংসারে আর কেহ নাই আপনারা দুজন ছাড়া, হাঁটতে বেরিয়েছেন নিরালা পার্কে। পায়ের নিচে ঝরাপাতার গালিচাঢাকা নীল পথ আপনাদের প্রাণের ছন্দে আন্দোলিত। হঠাৎ আবেগের বশে মন চাইল ওকে জড়িয়ে ধরে টেনে নেন ঠোঁটের কাছে, আপনার উষ্ণ নিঃশ্বাসের অন্তরংগ পরিমণ্ডলের মাঝে। এই কাজটি, এই যে অকস্মাৎ [...]