শেফালী
শেফালী এখানে এখনও আর্শ্বিন আসে। সারাদিন সাদা মেঘ নীল আকাশে নাচে। তারপর গোধুলি রাঙা হয়ে সন্ধা নামে। কিন্তু আগের মত দিনমান ঢাকীর ঢাকে আনন্দের বোল পড়েনা। আমার আর শেফালীদের বাড়িতে দুর্গার ঠেরেন (নির্মাণাধীন কাঁচা মুর্তি) দেখতে যাওয়া হয়না। এখন শরতে আমাদের গ্রামে পুজো হয়না। অর্ধেক হিন্দু অধ্যুষিত এই গ্রামটিতে এখন মাত্র একঘর হিন্দু কায়ক্লেশে সংকুচিত [...]