সূর্যকে তারা বন্দী করবে
হাতে তাদের মারণাস্ত্র, চোখে অঙ্গীকার সূর্যকে তারা বন্দী করবে, এমন অহংকার। বাইশে সেপ্টেম্বর, ঊনিশশো একাত্তর সাল। জলদিয়া, চট্টগ্রাম। রাত এগারোটা। চন্দ্রিমাহীন নিকষ কালো অন্ধকার একটি রাত। সাগরতীরে মূর্তির মত দাঁড়িয়ে রয়েছে আধুনিক মারণাস্ত্রে সজ্জিত অল্প বয়েসি চারজন শক্তপোক্ত তরুণ। সবার পরনে সুইমিং কস্টিউম। [...]