অন্তর্বাস
জল... জলের সাথে আমার এক অদ্ভুত সখ্যতা গড়ে উঠেছে। আমার দৃষ্টির পরিবর্তন না জলেরই ভিন্ন রুপ তা নির্ধারণ করা দায়। এখন আমি জানি জলের ভেতরকার ছোট বড় ঢেউ এর পার্থক্য। আমার মাঝে অন্য রকম স্বতন্ত্র এনে দিয়েছে এ জল। আমায় ইচ্ছেমতন দাপাদাপি করতে দেয়া, আবার গভীর ভালবাসায় নিজের গভীরে টেনে নেয়া। জলকেলী। আমার আছে শুধুমাত্র [...]