মুক্তবাজার প্রতিযোগীতা নাকি সিন্ডিকেট হয়রানী
অগাষ্ট মাসে চট্রগ্রামে একটি ছোট হোটেলে নাস্তা করতে বসে পরোটার সাথে ডিম মামলেট চাইলাম। ওয়েটার বলে মামলেট হবে না ওমলেট খান। আমি অবাক কেন হবে না? সহজ উত্তর পেয়াজের দাম বেশি।পেয়াজের দাম তখন ৭০/৮০টাকা। কেন হঠাৎ পেয়াজের দাম বেড়ে গেল জানি না। কিন্তু বেড়ে গেছে এটা বাস্তব। আরো কিছু উদাহরণ দেখে নিতে পারি। এক সময় [...]