ব্রিটিশ-ভারতে মুসলমান-আইন
[গত শতাব্দীর দ্বিতীয় দশকে ঢাকায় ‘মুসলিম সাহিত্য-সমাজ’ ও তার মুখপত্র ‘শিখা’কে কেন্দ্র করে বাঙালি মুসলিম সমাজে যে মুক্তবুদ্ধি ও স্বাধীন চিন্তাচর্চার উন্মেষ ঘটে, তা আমাদের (বাঙালির) সামজিক-সাংস্কৃতিক লৌকিক ঐতিহ্যে ‘বুদ্ধিরমুক্তি আন্দোলন’ নামে খ্যাত। এই আন্দোলনের ‘কর্মযোগী’ প্রাণপুরুষ হিসেবে অভিহিত মনীষী আবুল হুসেন (১৮৯৭-১৯৩৮), তাঁর তীব্র ক্ষুরধার যুক্তিবাদী মননশীল প্রভূত রচনা ঔপেনিবেশিক বাঙলার প্রথাবদ্ধ-সংস্কারাচ্ছন্ন-স্থবির মুসলিম সম্প্রদায়ের [...]