রক্ত ঝরা দিনের ডায়েরী -চোখে যা দেখেছি-১৯৫২ (পর্ব-১)
ডায়েরীর মূল কপি এখানে দেখা যাবে। ইচ্ছা ছিল ফেব্রুয়ারী মাসের মধ্যেই এ লেখাটি নামাবো। তবে, অনিবার্য কারন বশতঃ সেটা সম্ভব হল না। আশা করি তাতে মূল আকর্ষন ক্ষুন্ন হবে না। ১৯৫২ সালের ফেব্রুয়ারী মাসে আমার বাবা ছিলেন বুয়েটের পূর্বপুরুষ ততকালীন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষে ভর্তি হওয়া উনিশ বছরের সদ্য তরুন। তার সে বয়সেই ডায়েরী [...]